পুরস্কার:
'স্টোরিমিরর অথার অফ দ্যা ইয়ার' পুরস্কারটি হলো ডিজিটাল লিটারেচার এবং পাবলিশিং এর ক্ষেত্রে সবথেকে বড়ো পুরস্কার, যেখানে আমরা উদযাপন করি বেশ কিছু দারুন প্রতিভাময় লেখকদের কলমের ক্ষমতা কে। এই সমস্ত লেখকরা তাদের শক্তিশালী শব্দ দিয়ে তাদের পাঠকদের মন্ত্র মুগ্ধ করে রেখে দেন এবং সাহিত্যের জগতে তাদের ছাপ রেখে যান ।
এরকম প্রতিভাদেরকে খুঁজে নিয়ে আসা, যাতে তাদের দেখে অনুপ্রাণিত হয়ে আরো অনেক কেউ লেখার জগতে আসতে পারে।
খুব আনন্দের সাথে জানানো হচ্ছে যে স্টোরি মিরর অথর অফ দ্যায় ইয়ার ২০২২ পঞ্চম এডিশন আমরা নিয়ে এসেছি।
'স্টোরিমিরর অথার অফ দ্যা ইয়ার ২০২২' এর বিজেতা যারা হবেন তাদের কে পুরস্কৃত করা হবে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে যেখানে তাদের সশরীরে উপস্থিত থাকতে হবে পুরস্কার নেওয়ার জন্য (Terms and conditions apply)।
পুরস্কারের বিভাগ :
দুটি বিভাগে ১০ টি ভাষায় এই পুরস্কারটি দেওয়া হবে।
অথার অফ দ্যা ইয়ার -২০২২(রিডার্স চয়েজ) : এই বিভাগের জন্য নির্বাচিত হবে সেই সমস্ত লেখকরা যারা অথার অফ দ্যা উইকের বিজেতা হবে তারা, এবং আরো বেশ কিছু লেখক যারা সারা বছর ধরে খুব ভালো লেখা লিখে আমাদের সমৃদ্ধ করেছেন। স্টোরি মিরর এ যতজন লেখক লেখেন তাদের মধ্যে ২% এর ও কম লেখককে এই তালিকায় নির্বাচিত করা হবে। সেই সমস্ত লেখকরা যতো বেশী ক্লাপ পাবেন তার উপর নির্ভর করে তাদের মধ্যে কে বিজেতা তা নির্ধারণ করা হবে।
অথার অফ দ্যা ইয়ার -২০২২(এডিটরস চয়েজ) :
এই বিভাগের জন্য সেই সমস্ত লেখকরা নির্বাচিত হবেন যারা তাদের সারা বছর জুড়ে দারুন দারুন লেখা স্টোরি মিরর কে উপহার দিয়েছেন। এই বিভাগে কারা বিজয়ী হবে সেটা নির্ভর করবে স্টোরি মিরর এর এডিটোরিয়াল টিম যার নেতৃত্বে থাকবেন মিস্টার বিভু দত্ত রাউত (স্টোরি মিরর এর চিফ একজিকিউটিভ অফিসার) এবং মিসেস দিভ্যা মির্চান্দানি ( স্টোরি মিরর এর চিফ এডিটর)
যে সমস্ত লোক স্টোরিমিরর ওয়েবসাইটে ১ লা জানুয়ারি,২০২২ থেকে ৩১ শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত নিজেদের লেখা জমা দিয়েছেন তাদের লেখাও অথার অফ দ্যা ইয়ার -২০২২ এর জন্য মনোনীত হবে।
পুরস্কার :
বিজেতাদের নিম্নলিখিত পুরস্কার গুলি দেওয়া হবে।
প্রত্যেক ভাষার সেরা উইনাররা (রিডার্স এন্ড এডিটরস চয়েজ) পাবেন বিজয়ী হওয়ার সার্টিফিকেট এবং উইনার ট্রফি অথার অফ দ্যা ইয়ার ২০২২।
প্রত্যেক ভাষার প্রথম রানার আপ (রিডার্স এন্ড এডিটরস চয়েজ) পাবে সার্টিফিকেট এবং ফার্স্ট রানার আপ ট্রফি অথার অফ দ্যা ইয়ার ২০২২।
প্রত্যেক ভাষার দ্বিতীয় রানার আপ (রিডার্স এন্ড এডিটরস চয়েজ) পাবে সার্টিফিকেট এবং দ্বিতীয় রানার আপ ট্রফি অথার অফ দ্যা ইয়ার ২০২২।
প্রত্যেক ভাষার সেরা পাঁচ জন বিজেতা (রিডার্স এন্ড এডিটরস চয়েজ) সুযোগ পাবে তাদের একটি ই - বুক বিনামূল্যে স্টোরি মিরর থেকে প্রকাশ করার।
সবথেকে সেরা ১০ জন (রিডার্স চয়েজ) এবং সবথেকে সেরা ১০ জন (এডিটর চয়েজ) যারা হবেন তারা স্টোরি মিরর থেকে বই প্রকাশ করার ক্ষেত্রে তারা পাবে ৪০% ছাড় ।
যে লেখকরা ১০০ এর বেশী ক্ল্যাপ পাবে সে যোগ্য হবে স্টোরিমিররের তরফ থেকে ৫০০ টাকা ছাড়ের বই কেনার জন্য ।
যে লেখকরা ৫০ এর বেশী ক্ল্যাপ পাবে সে যোগ্য হবে স্টোরিমিররের তরফ থেকে ২৫০ টাকা ছাড়ের বই কেনার জন্য ।
প্রত্যেক নমিনি ১৪৯ টাকা ছাড়ের একটি কুপন পাবেন স্টোরি মিরর থেকে বই কেনার জন্য এবং তার সাথে পাবেন একটি ডিজিট্যাল সার্টিফিকেট
মেগা প্রাইজ :
একজন লেখক যে সবথেকে বেশী ক্ল্যাপ পাবে সে যোগ্য হবে স্টোরিমিররের তরফ থেকে বিনামূল্যে একটি ফিজিক্যাল বই এর পাবলিশিং চুক্তিতে সাইন করার জন্য।
সাপ্তাহিক বিজেতা :
যে তিনজন লেখক সারা সপ্তাহ জুড়ে সবথেকে বেশি ক্ল্যাপ পাবেন সমস্ত ভাষা জুড়ে তারা পা এন স্টোরি মিররের তরফ থেকে ৩০০ টাকা মূল্যের একটি বই। এই বিভাগের জন্য যে সমস্ত সপ্তাহ বিবেচ্য সেগুলি হলো জানুয়ারি ১-৭ , জানুয়ারি ৮-১৪ ,জানুয়ারি ১৫-২১, এবং জানুয়ারি ২২-২৮।
বিশেষ পুরস্কার :
প্রত্যেক বিজেতাকে একটি মেডেল এবং একটি সার্টিফিকেট দেওয়া হবে:
বছরের সবথেকে ধারাবাহিক লেখক - যে লেখক সবথেকে বেশী কনটেন্ট জমা দিয়েছেন (গল্প, কবিতা এবং অডিও) ২০২২ এর প্রত্যেক মাসে (জানুয়ারি - ডিসেম্বর)
বছরের সব থেকে ফলপ্রসু লেখক - যে লেখক সবথেকে বেশী নিয়মিত জমা দিয়েছেন (গল্প, কবিতা এবং অডিও) ২০২২ এর প্রত্যেক মাসে (জানুয়ারি - ডিসেম্বর)
বছরের সেরা কবি -
যে কবি সারা বছর জুড়ে প্রকাশিত কবিতাগুলোতে সবথেকে বেশী এডিটরিয়াল স্কোর পাবেন তাদের এটা পাবেন। সারা বছরে কমপক্ষে ২৫ টি কবিতা প্রকাশ করা থাকতে হবে।
বছরের সেরা গল্প লেখক - যে গল্প লেখক সারা বছর জুড়ে প্রকাশিত গল্পগুলোতে সবথেকে বেশী এডিটরিয়াল স্কোর পাবেন তাদের এটা পাবেন। সারা বছরে কমপক্ষে ১৫ টি কবিতা প্রকাশ করা থাকতে হবে।
বছরের সেরা বক্তা - যে বক্তা সারা বছর জুড়ে প্রকাশিত অডিও কনটেন্টগুলোতে সবথেকে বেশী এডিটরিয়াল স্কোর পাবেন তাদের এটা পাবেন। সারা বছরে কমপক্ষে ৫ টি অডিও প্রকাশ করা থাকতে হবে।
বছরের সেরা উক্তি - যে উক্তিকারি সারা বছর জুড়ে সবথেকে বেশী উক্তি প্রকাশ করেছেন । সারা বছর জুড়ে কমপক্ষে ১০০ উক্তি প্রকাশ করতে হবে
বছরের সেরা উঠতি লেখক -
যে লেখক স্টোরি মিরর এ লেখা শুরু করেছেন ২০২২ থেকে এবং এডিটরদের দ্বারা সবথেকে বেশী স্কোরের যোগ্য বলে বিবেচিত হয়েছেন। সারা বছর জুড়ে কমপক্ষে ২৫ টি লেখা প্রকাশ করে থাকতে হবে।
নিয়মাবলী/শর্ত:
যে সমস্ত নমিনী ক্ল্যাপ পাওয়ার জন্য কোনো অসুদুপায় অবলম্বন করবেন তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করে দেওয়া হবে (তিনি যদি সবথেকে বেশী ক্ল্যাপ পান তার পরেও) । যদি কোনো ফেক মেইল আইডি বা টেম্পোরারি মেইল আইডি থেকেও এই ক্ল্যাপ গুলি আসে তাহলেও এটাই করা হবে।
ই - বুক/পেপার ব্যাক বুক প্রকাশের ক্ষেত্রে স্টোরি মিরর এর তরফ থেকে প্রদেয় গাইডলাইন আর সিদ্ধান্ত গুলি মানতে হবে।এই সমস্ত ক্ষেত্রে স্টোরি মিরর এর সিদ্ধান্তই চূড়ান্ত বল বিবেচিত হবে।
স্টোরিমিররের অধিকার আছে পুরস্কারের অনুষ্ঠান কী ভাবে আছে এবং সেটার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু দেখার।